সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে মহাসড়কে প্রাণ গেলো পাঠাও চালকের
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ময়লাবাহী এক গাড়ির ধাক্কায় অ্যাপসভিত্তিক রাউড শেয়ারিং এক পাঠাও চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১১টা দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।শনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রহমান খান। তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামে। তার বাবার নাম উজির খান। তিনি পাঠাওয়ের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তৈয়ব জানান, রাতে ঢাকা থেকে বাইকযোগে সাভারের দিকে যাচ্ছিলেন পাঠাও চালক আব্দুর রহমান। তিনি ঢাকায় পাঠাও চালাতেন।
ঢাকা-আরিচা মহাসড়কের এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ময়লাবাহী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক ময়লাবাহী গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।